1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 4:54 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

‘রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া ১০০, সিএনজিতে ২ মিনিটে ১ হাজার টাকা’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
  • 47 বার সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে অনেকেই যখন সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তখনই কিছু স্বার্থান্বেষী মানুষের অমানবিক আচরণ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশেষ করে রিকশাচালক ও সিএনজিচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়া ও আদায়ের অভিযোগ উঠেছে।

কেউ কেউ বলেছেন, আহতদের হাসপাতালে নিতে ৩০ টাকার রিকশা ভাড়া চাওয়া হয়েছে ১০০ টাকা এবং সিএনজিচালক ২ মিনিটের রাস্তা যেতে চেয়েছেন ১ হাজার টাকা।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনয় ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি।

সোমবার (২১ জুলাই) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের।

তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়? রিকশাওয়ালা তিরিশ টাকার ভাড়া চেয়ে বসলো একশো টাকা!

সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেলো নির্দিধায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?’

পারশা্ লেখেন, ‘এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি! বেশিদূর যেতে হবেনা। গেল বন্যার কথা মনে আছে?

সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিলো ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা!

ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?’

পারশা আরও বলেন, ‘এইযে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এইখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি!

মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো!’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews