সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন যাত্রী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং একই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার বছর বয়সী মেয়ে হুমায়রা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিরাইগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক প্রাণ হারান। আহত অবস্থায় স্থানীয়রা আরো সাতজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা বেগমের মৃত্যু হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজি ও লেগুনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’