1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 4:59 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

তাহিরপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা : আটক ৬

  • প্রকাশিতঃ রবিবার, জুলাই ২৭, ২০২৫
  • 48 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় এক নারীসহ ছয় বাংলাদেশীকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্তবর্তী লামাঘাটা এলাকা থেকে তাদের আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি সূত্রে জাা যায়, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা দিয়ে আটককৃতদের বাংলাদেশে প্রবেশ করার সময় আটক করে।

তারা কাজের উদ্দেশ্যে প্রায় চার থেকে পাঁচ মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নিয়েছিলেন। সেখানে সঠিক মজুরি না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), এবং একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews