1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 4:09 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কানাডার টরেন্টোতে বড়লেখাবাসীর বার্ষিক বনভোজন

  • প্রকাশিতঃ সোমবার, জুলাই ২৮, ২০২৫
  • 131 বার সংবাদটি পড়া হয়েছে

ইমন দাস, টরেন্টা থেকে

কানাডার টরেন্টোতে এক অসাধারণ মিলনমেলা হয়ে গেল রোববার। শেকড়ের টানে সবাই মিলেছিল এক মোহনায়। আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, অনুভুতি সব কিছু মিলে এক অন্যরকম পরিবেশ বিরাজ করছিল টরোন্টোর টেইলর ক্রীক পার্কের ৫ নং স্পটে। একদিনের জন্য স্থানটি হয়ে উঠে একখন্ড বড়লেখা। বলছি একটি বনভোজনের কথা। একটি আনন্দময় দিনযাপনের কথা। ভিন্ন ভিন্ন স্থান থেকে সবাই একদিনে অভিন্ন হয়ে উঠার কথা।

২৭ জুলাই রোববার। কানাডার টরেন্টোতে বসবাসরত বড়লেখা বাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন। টেইলর ক্রীক পার্কের ৫ নং স্পটে সেদিন উপচে পড়েছিল বড়লেখার মানুষ। এটি ছিল বড়লেখা উপজেলার ভাই-বোনদের অংশগ্রহণে ২০২৫ সালের বার্ষিক বনভোজন। অনুষ্ঠানে আকর্ষন ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্ট এর MPP ডলি বেগম। তিনি আগামীতে এই আসন থেকে লিবারেল এর সম্ভাব্য পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট সারোয়ার চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি।

বনভোজনে চলে দিনব্যাপী খানাপিনা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, নারী-পুরুষ সকলের জন্য ভিন্ন ভিন্ন স্পোর্টস ইভেন্ট সহ র‍্যাফেল ড্র অনুষ্ঠান। পুরষ্কার বিতরণকালীন সময়ে করা বক্তব্যকালে উপস্থিত সকলেই বড়লেখাবাসীর উদ্যোগে এমন ঝাঁকঝমকপূর্ণ আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা চলমান রাখার আশা ব্যাক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews