সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেম্বার সদস্যদের উপস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ফারজানা আক্তার মিতা জানান,সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখের সিউচেকইন্ডা-২০২৫.৯০(১০) স্মারকমূলে নির্বাচন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭পরিচালনা পর্ষদের ০১ (এক) জন সভাপতি, ০১ (এক) জন সহ-সভাপতি এবং ০৯ (নয়) জন পরিচালক নির্বাচন তথা ১১ (এগারো জন সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন তফসিল নিম্নরূপভাবে সংশোধন করা হলো।
সংশোধিত তফসিল অনুযায়ী বৈধ মনোনীত প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ ৭ আগষ্ট, মনোনয়ন পত্র বাতিল বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক নির্বাচন আপীল বোর্ডর কাছে আপত্তি দাখিল (যদি থাকে) ৮ থেকে ১০ আগষ্ট, নির্বাচন বোর্ড কর্তৃক বাতিলকৃত মনোনয়ন পত্রের ওপর দাখিলকৃত আপত্তির শুনানী গ্রহণ ও নিষ্পত্তি (আপীল বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে) ১১ থেকে ১৩ আগষ্ট,
বৈধ মনোনীত প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ (নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে) ১৪ আগষ্ট, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৫ থেকে ১৭ আগষ্ট, প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৭ আগষ্ট,
নির্বাচন অনুষ্ঠান, ভোট গ্রহণ ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।
একই সাথে পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে নির্বাচন আপীল বোর্ডের কাছে আপত্তি দাখিল ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ (রবি-মঙ্গলবার) বিকাল ০৫.০০ টা পর্যন্ত, নির্বাচনী আপীল বোর্ড কর্তৃক নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তির শুনানী গ্রহণ ও নিষ্পত্তি (আপীল বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে) ১০-১২ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার-শুক্রবার) ও নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল ঘোষণা ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)। (যদি ০৭-০৯ সেপ্টেম্বর ২০২৫ সময়ে কোন আপীল দাখিল না হয় তাহলে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে (বৃহস্পতিবার) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।)
এ সময় উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব ও অপর সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পলি রানী দেব।