1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:34 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানরের দেখা

  • প্রকাশিতঃ সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 43 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল ও সংকটাপন্ন প্রজাতির এক লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লোকালয়ের মধ্যে হঠাৎ এ অদ্ভুত দর্শন প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। অনেকেই একে “বনমানুষ” ভেবে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরে একসাথে মিলে ধরে ফেলে ও আটকে রাখে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়। তারা প্রাণীটির প্রাথমিক শনাক্তকরণ শেষে নিশ্চিত করেন, এটি একটি লজ্জাবতী বানর (Bengal slow loris) — যা বাংলাদেশে অতি বিরল ও সংকটাপন্ন স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত।

পরিচালক স্বপন দেব সজল বলেন, “খাদ্যের অভাব, বন ধ্বংস এবং আবাসস্থলের সংকটের কারণেই এই প্রাণীগুলো এখন লোকালয়ে চলে আসছে, যা তাদের জন্য খুবই বিপজ্জনক। প্রাণীটিকে আমরা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। তারা প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত পরিবেশে অবমুক্ত করবে।”

তিনি আরও জানান, “লজ্জাবতী বানর বাংলাদেশের ‘অতিবিপন্ন’ প্রজাতির তালিকাভুক্ত। এর ইংরেজি নাম Bengal slow loris এবং বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এটি নিশাচর ও ধীরগতির এক ধরনের বনভূমিনির্ভর স্তন্যপায়ী প্রাণী, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews