সংকটাপন্ন প্রজাতির পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সেটিকে বনে অবমুক্ত করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল কালের কণ্ঠকে বলেন, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির গৃহকোণে একটি বিষধর পদ্মগোখরা সাপ প্রবেশ করে। এটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা আমাকে খবর দেন।
আমি সেটিকে উদ্ধার করে বন কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এ উদ্ধার কার্যক্রমের সময় আমাকে সহযোগিতা করেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
বন্য প্রাণী সূত্র জানায়, পদ্মগোখরার ইংরেজি নাম Monocled Cobra। এ সাপের আরো একটি প্রচলিত নাম ‘কেউটে সাপ’।
এই সাপ রেগে গেলে মুহূর্তে ফণা তুলতে পারে। তখন ফণার ঠিক পেছনে একচোখা চশমার মতো গোল দাগ সহজে দেখা যায়। বাংলাদেশের বন্য প্রাণী আইনের (সংরক্ষণ ও নিরাপত্তা) তফসিল অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।
আইইউসিএন বাংলাদেশের গবেষণায় পদ্মগোখরা ‘সংকটাপন্ন’ প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত।