এবার সিনেমা বানাচ্ছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘রোমিও’ নামের এই সিনেমাটিতে প্রথমবার জুটি বাঁধছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি।
তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো ছবিতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন‘বাহুবলী’খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।
আর এর মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডের পর্দায় ফিরছেন লাস্যময়ী এই অভিনেত্রী, তাও আবার বিশাল ভরদ্বাজের মতো নামকরা পরিচালকে থ্রিলারের মাধ্যমে।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তামান্না। বলিউডে সর্বশেষ তাকে নায়িকা হিসেবে দেখা গেছে ২০১৯ সালে ‘খামোশি’ ছবিতে।
তবে নামটা রোমিও হলেও জানা গেছে এটা কোনো লাভস্টোরি নয়। বরং এটি এক স্টাইলিশ, বুদ্ধিদীপ্ত এবং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা।
এক শিল্পসৌকর্যে মোড়া অপরাধ জগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় শাহিদ কাপুরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে শীতল অপরাধপ্রবণ, আবার অন্যদিকে আবেগে ভেঙে পড়া মানুষ।