1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 1:56 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মন বলছে শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব: জাহিদ হাসান

  • প্রকাশিতঃ শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
  • 43 বার সংবাদটি পড়া হয়েছে

খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করবেন—বলে মন্তব্য করেছেন ছোট ও বড়; দুই পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার মন নাকি এমনটাই সায় দিচ্ছে।

মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্বে অতিথি হয়ে আসছেন জাহিদ হাসান। সেই শোতেই হলিউডে অভিনয় প্রসঙ্গে এমন মন্তব্য করেন এই গুণী অভিনেতা।

শো-তে জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’

১২০ মিনিটের পডকাস্ট শো’তে জাহিদ হাসান জানান, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি।
অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।

শো-তে হাজির হয়ে জাহিদ হাসান অকপটে কথা বলেছেন তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলো নিয়ে। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথাও।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্ব প্রচার হবে আগামীকাল ১৬ আগস্ট, শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews