1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:34 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা

  • প্রকাশিতঃ শনিবার, আগস্ট ১৬, ২০২৫
  • 38 বার সংবাদটি পড়া হয়েছে

সারাদেশে শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের পরিবর্তে এ কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর থেকে। সারাদেশে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোর এ টিকা পাবে।

আজ শনিবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য দিয়ে বলেছেন, স্বাস্থ্য সহকারীদের আন্দোলন চলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেরি হয়েছে। তাই টিকাদান কর্মসূচি পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য সহকারীদের আন্দোলন এখন থেমেছে, এ কারণে টিকাদানের নতুন তারিখ ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়েছে। আমরা রোববার সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেব। এটা ১২ অক্টোবর থেকে শুরু হবে। সব মিলিয়ে ১৮ কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। আর সব নিয়ম আগের মতোই।’

টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরী টাইফয়েডের টিকা পাবে। বিনামূল্যের এই টিকা পেতে এরইমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক শাহাবুদ্দিন খান বলেন, ‘টাইফয়েডের এই টিকা দেওয়া হবে দুই ধাপে। প্রথম ধাপে বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে, যারা বিদ্যালয় ক্যাম্পে টিকা নিতে পারেনি, তারা পরবর্তীতে ইপিআইয়ের টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।’

তার ভাষ্য, ‘স্কুল এবং আমাদের সারাদেশের টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। এক ডোজের ইনজেকশনে দেওয়া হবে এই টিকা, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।’

গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এই টিকা সরবরাহ করেছে জানিয়ে তিনি বলেন, ‘টিকাগুলো কেনা হয়েছে ভারত থেকে। এরইমধ্যে সব টিকা চলে এসেছে।’

এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, টিকা দেওয়ার আগে পরীক্ষামূলকভাবে প্রয়োগ হবে কি না জানতে চাইলে শাহাবুদ্দিন খান বলেন, ‘টিকাগুলো কেনে গ্যাভি, তাদের সুবিধামতো দেশ থেকে কিনে দেয়। টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী তৈরি করে দেয়। এটা শতভাগ পরীক্ষিত টিকা। আমাদের উপমহাদেশের নেপাল, পাকিস্তান ছাড়াও আরও কয়েকটি দেশে এই টিকাদান শুরু হয়েছে।’

সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে টাইফয়েড আক্রান্ত হয়। এই ব্যাকটেরিয়া দূষিত খাবার বা পানি থেকে ছড়ায়।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews