একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্য রকম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার উন্মুক্ত হয়েছিল সোমবার। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরিয়েছিলেন নায়িকা। অন্তর্জালে ফার্স্ট লুক আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় দর্শক মহলে।
এরপর আজ মঙ্গলবার এসেছে সিনেমাটির টিজার। টিজারের শুরুতেই দেখা গেছে, রাশমিকা-আয়ুষ্মানের প্রেমালাপ। তবে কখন দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার রাজত্ব বিস্তার করবে, বোঝা দায়! যেমন রগরগে প্রেমকাহিনি, তেমন রোমহর্ষক ভিলেন! আবার মশলাদার সংলাপের সঙ্গে মালাইকা আরোরার আইটেম ডান্স। সবমিলিয়ে প্রথম ঝলকেই কৌতূহলের পারদ চড়াল সিনেমাটি।
রাশমিকা আগেই জানিয়েছিলেন, এমন অবতারে দর্শক-অনুরাগীরা এর আগে তাকে দেখেননি। অন্যদিকে আয়ুষ্মানের চরিত্রেও একাধিক স্তর রয়েছে।
সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে হাজির হবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যার নাম যক্ষসান।
বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রাম গোপাল বাজাজের চরিত্রে।
উল্লেখ্য, এই ছবির আরেক সারপ্রাইজ এলিমেন্ট, ম্যাডকস-এর ভুতুড়ে ফ্র্যাঞ্চাইজির সব চরিত্রকে দেখা যাবে এই ছবিতে। সে ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’ হোক কিংবা ‘ভেড়িয়া’। এর আগে ‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’কে নিয়ে এসে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করার চেষ্টা করেছিল প্রযোজনা সংস্থা। যদিও সেটা জমেনি, তবে এবার কেমন চমক থাকে ‘থামা’য়? নজর থাকবে সেদিকে।
আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমাটি আসছে দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।