পায়ের ইনজুরির কারণে ১৫ দিন মাঠের বাইরে থাকার পর গত রোববার (১৭ আগস্ট) খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি কিন্তু দুর্ভাগ্যবশত এক ম্যাচ খেলেই অস্বস্তি অনুভব করায় আবারও মাঠের বাইরে চলে গেছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসি ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইন্টার মায়ামিকে। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
মেসির অনুপস্থিতিতে তাই অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেনম মায়ামি কি টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জয় পাবে। তবে মায়ামির ভক্তদের সব আশঙ্কা দূর করে দলের হয়ে জয়ের নায়ক হয়ে উঠেছেন লুইস সুয়ারেজ।
ম্যাচের প্রথমার্ধে ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তার শটটি ডান পায়ের ছিল এবং বলটি ডান পাশের নিচের কোণায় ঠিকভাবে জালে পাঠান। এরপর ৬৭ মিনিটে টাইগ্রেসকে সমতায় ফেরান আনহেল কোরেয়া গোল করে।
তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে সুয়ারেজ আবারও পেনাল্টি থেকে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন। তার দ্বিতীয় শটও ছিল প্রথমটির মতোই। ২-১ ব্যবধানে জয় লাভ করে মায়ামি পৌঁছে গেছে সেমিফাইনালে।