প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা ব্যাটার ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। টুর্নামেন্টের বাকি অংশে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন তিনি। আফগান পেসার ফজলহক ফারুকি জাতীয় দলের ডাকে দেশে ফেরায় তার পরিবর্তেই দলে নেওয়া হয়েছে রিজওয়ানকে।
আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজের জন্যই সিপিএল ছেড়ে যাচ্ছেন ফারুকি। ক্রিকইনফো জানিয়েছে, রিজওয়ানকে ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলার ছাড়পত্র দিয়েছে। কারণ তাকে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ দুই স্কোয়াডেই রাখা হয়নি।
আগামী ২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে রিজওয়ান খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে এরই মধ্যে আছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। পাশাপাশি এবারের আসরে খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইর্শাদও।
এই চুক্তির ফলে কেন্দ্রীয় চুক্তিভুক্ত পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নির্ধারিত ১২ মাসে সর্বোচ্চ দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলার সুযোগ পূর্ণ করলেন রিজওয়ান। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।
এবারের সিপিএলে ভালো শুরু করেও ছন্দ হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। প্রথম ম্যাচে জয় পেলেও টানা তিন ম্যাচে হেরেছে দলটি। বর্তমানে পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৭ ও ২০২১ সালের চ্যাম্পিয়নরা। রিজওয়ানকে দলে পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি।