মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ের ধানক্ষেত থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের একটি ধানি জমিতে নেটে আটকা অবস্থায় ছিল অজগরটি। খবর পেয়ে উদ্ধার করে লাউয়াছড়া বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগ। সাপটি দৈর্ঘ্য প্রায় ৭ ফুট।
ক্রিয়েটিভ কনজারভেসন অ্যালায়েন্স সুপারভাইজার চঞ্চল গোয়ালা বলেন, ‘লাউয়াছড়া বন সংলগ্ন মাধবপুরের লঙ্গুরপার গ্রামে ধানি জমিতে হঠাৎ মাছ ধরা জালে একটি অজগর সাপ দেখতে পান। পরে বন বিভাগের মাধ্যমে অজগরটি উদ্ধার করি। নেটে আটকা পড়ায় সাপটির গায়ে কিছু আঘাত থাকায় বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরীক্ষা শেষে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।’
এ ব্যাপারে লাউয়াছড়া বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, স্বেচ্ছাসেবী ও বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেলে অজগরটি লাউয়াছড়ার জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে।
ইদানীং লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অজগর সাপ লোকালয়ে বেরিয়ে আসছে। গত ১ মাসে প্রায় ৫টি সাপ বিভিন্ন এলাকায় ধরা পড়েছে।