1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:09 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

পাকিস্তানের আমির টি২০ তে নতুন যে রেকর্ড গড়লেন

  • প্রকাশিতঃ শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
  • 36 বার সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির টি২০ তে ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন । নবম বোলার হিসেবে ৪০০ উইকেট নিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন আমির।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের মুখোমুখি হয় ত্রিনবাগো নাইট রাইডার্সে। ম্যাচটিতে বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নেমে ৪ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেন আমির। আন্টিগার ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট তুলে নিয়ে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন এই পেসার।

২০০৮ সালে অভিষেকের পর ৩৪৩ ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আমির। তার চেয়ে কম ম্যাচে ৪০০ উইকেট পেয়েছেন মাত্র তিনজন বোলার। ২৮৯ ম্যাচে ৪০০ উইকেট তুলে নিয়ে তালিকায় সবার ওপরে আছেন আফগান স্পিনার রশিদ খান। একমাত্র বোলার হিসেবে ৩০০ ম্যাচের কমে এই কীর্তি গড়েন তিনি। ৩২০ ম্যাচে ৪০০ উইকেট তুলে নিয়ে দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকান স্পিনার স্পিনার ইমরান তাহির।

পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। তার এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ৩৩৫ ম্যাচ।

টি২০ ক্রিকেটে নবম বোলার হিসেবে ৪০০ উইকেট নিলেন পাকিস্তানের এই পেসার। পেসারদের বোলারদের মধ্যে মাত্র পাঁচজন এই মাইলফলক ছুঁতে পেরেছেন। টি২০ সংস্করণের সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ খান। ৪৮৬ ম্যাচে ৬৫৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে আমিরের এই মাইলফলক স্পর্শ করার দিনেও জিততে পারেনি তার দল। দলকে জেতাতে পারেনি। তার স্বদেশি ইমাদ ওয়াসিম নেতৃত্বে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews