1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:18 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল

  • প্রকাশিতঃ রবিবার, আগস্ট ২৪, ২০২৫
  • 42 বার সংবাদটি পড়া হয়েছে

ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছড়ে দেবেন অনন্ত জলিল- হ্যা এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে এমনটা জানিয়ে বললেন, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে তাঁর বাবা মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না।

অনন্ত জলিল ছেলেদের পড়াতে চান, মদিনায়। এ অভিনেতা বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে।
আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর।
যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’

অনন্ত জলিল বলেন, ‘আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়।
এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’

বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভাল লাগবে না।
কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আর আমিও হয়তো চাইবো না, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করবে আর আমি সিনেমা করবো ভালো দেখায় না; মনে হয় ছেড়ে দিবো। আমার হাতে যে কয়টা কাজ আছে সেসব শেষ করি।’

‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ সত্তর ভাগ শেষ হয়ে গেছে বলে জানালেন এই অভিনেতা। ছবিটি শিগগির মুক্তির পাইপ লাইনে আসতে চলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews