গত দুই বছর ধরে আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেলর সুইফট। প্রকাশ্যেই সম্পর্কে ছিলেন দুজন।
অবশেষে সেই সম্পর্ককে একধাপ এগোতে বাগদান সেরে ফেললেন গায়িকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন টেলর সুইফট।
ক্যাপশনে লেখা, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ ছবিগুলিতে দেখা গিয়েছে, সবুজ গাছপালা, ফুলে ভর্তি জায়গায় মাঝে টেলর এবং ট্র্যাভিস পোজ দিচ্ছেন।
কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।
তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টইলর সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়তে দেখা যায়—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।
কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।