1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 5:15 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ইংল্যান্ডের হানড্রেডে খেলতে যাচ্ছেন ভারতের অশ্বিন

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 32 বার সংবাদটি পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর খেলতে দেখা যাবে না ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। আইপিএল সম্পর্ক ছিন্ন করে প্রথম ভারতীয় হিসেবে ২০২৬ সালের দ্য হানড্রেডে খেলতে যাচ্ছেন অশ্বিন। আজ বুধবার ( ২৭ আগস্ট) আইপিএল থেকে অবসর নেন এই অলরাউন্ডার।

তারপরই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল ছাড়ার কারণে অশ্বিনের এখন বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলতে বাধা নেই। তার চোখ এখন ১০০ বলের এই টুর্নামেন্টে। টেলিগ্রাফ স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের দ্য হানড্রেডে অংশ নিতে আগ্রহী সাবেক অফস্পিনার। এছাড়া আরও টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা তার।

বিভিন্ন লিগে নতুন অভিযান শুরুর কথাও জানিয়েছেন একই পোস্টে। তার মানে বিভিন্ন লিগে দেখতে পাওয়া যাবে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিকে।

এক্সে অশ্বিন লিখেছেন, ‘বিশেষ দিন, তাই বিশেষ শুরু। বলা হয়, প্রতিটি সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন সূচনা। আজ আমার আইপিএল ক্রিকেটার হিসেবে পথচলার শেষ দিন, তবে আজ থেকেই বিভিন্ন লিগে খেলার মাধ্যমে ক্রিকেটকে নতুনভাবে আবিষ্কারের যাত্রা শুরু।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews