ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি আসে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাইয়ের পা থেকে।
রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ২২তম মিনিটে আর্সেনালের ফরোয়ার্ড মাদুয়েকের শট দক্ষতার সাথে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন সোবোসলাই। তার করা সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।
এই জয়ের ফলে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে মিকেল আর্তেতার আর্সেনাল।