1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:24 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

এশিয়া কাপের জন‌্য বাংলাদেশ ‘ওয়েল প্রিপেয়ার্ড’: লিটন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
  • 29 বার সংবাদটি পড়া হয়েছে

বেলা ডেস্ক:

প্রশ্নটা লিটন দাসকে বেশ আশা দেখিয়ে করেছিলেন করেছিলেন গণমাধ‌্যমকর্মী, ‘‘এশিয়া কাপে বাংলাদেশকে অনেকেই ফেভারিট হিসেবে দেখে। অধিনায়ক লিটন বাংলাদেশকে কোন জায়গায় দেখছে।’’

ততক্ষণে সংবাদ সম্মেলনের প্রায় ১০ মিনিট পেরিয়ে গেছে। এশিয়া কাপের দুয়েকটি উত্তর আগেও দিয়েছেন। প্রশ্নটা লিটন ধরতে পারেননি বলেই উত্তরটা একটু রগচটা হয়েছে, ‘‘আমি কোনো জায়গায় দেখছি না। আমি যাবো ক্রিকেট খেলতে। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।’’

পরক্ষণেই আরেকজন প্রশ্ন করলেন, ‘‘এশিয়া কাপ নিয়েই বারবার প্রশ্ন হচ্ছে। আমারও জানা এশিয়া কাপ নিয়ে…।’’ এবার লিটনের মুখে এক গাল হাসি, ‘‘তাহলে একই উত্তরটা দিয়ে দেই।’’

সিলেটে নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতার আনন্দ লিটনের চোখেমুখে ছিল। তবে সামনে এশিয়া কাপ। তাদের জন‌্য বড় পরীক্ষা। এই সিরিজ প্রস্তুতির মঞ্চ। কেমন প্রস্তুতি হলো? সেটাই বড় প্রশ্ন। আদর্শ প্রস্তুতি হয়েছে কিনা সেটাও লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল।

অধিনায়ক সব দিক থেকেই আশাবাদী, ‘‘ওভারঅল সব দিক থেকে আমার কাছে মনে হয় ইতিবাচক। যারা ম‌্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে। আমার কাছে মনে হয় অনুশীলন করাটা গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অনুশীলনের থেকে আপনি ম‌্যাচে কতোটা ডেলিভারী করতে পারছেন। আপনি ম‌্যাচ খেললে উন্নতি হবে। গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন‌্য।’’

ঢাকায় ফিটনেস ক‌্যাম্পের পর কয়েকদিন স্কিল ট্রেনিং করেছে দল। তবে আসল প্রস্তুতিটা হয়েছে সিলেটে। যেখানে ব‌্যাট-বলের উত্তাপ ছড়িয়েছেন লিটন, তানজিদ, তাসকিন, মোস্তাফিজরা। এই ক‌্যাম্পটাকে লিটনের সেরা মনে হচ্ছে, ‘‘আমরা যে ক‌্যাম্পটা করেছিলাম সেটা শুধু এই সিরিজের জন‌্য ছিল না। সামনে যতগুলো খেলা আছে সবগুলোর জন‌্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড। এতো ভালো ক‌্যাম্পিং কখনো হয়নি। ফিটনেস তো অবশ‌্যই। নিজে থেকেও করতে পারবেন। কিন্তু স্কিলে যেটা আমরা করতে চাচ্ছিলাম ও করেছি তা সিলেটে একমাত্র পাওয়া গেছে। ওভারঅল জার্নিটা ভালো ছিল।’’

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শেষ যেবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম‌্যাটে হয়েছিল, বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারেনি। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম‌্যাটে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকায় লিটন বাংলাদেশকে নিয়ে আশাবাদী বেশ। বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নেদারল‌্যান্ডসের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা থাকায় তার প্রত‌্যাশাও বড়।

‘‘এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলার ওপর কোনো কিছু নেই। ভালো ক্রিকেট খেললেই জিতবেন নয়তো জিততে পারবেন না।’’

‘‘আমার মনে হয় না কোনো ঘাটতি আছে। পুরোপুরি যদি খেলতে পারতাম তাহলে ভালো হতো। তারপরও আপনি যখন শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলবেন এবং তাদের বিপক্ষে ভালো করবেন তখন বুঝবেন আপনি সঠিক পথেই আছেন।’’

খেলা/আবির

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews