বেলা ডেস্ক;
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অপরাধে মর্তুজা হাসান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
গতকাল বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল এ তথ্য জানিয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মর্তুজা হাসান অবৈধভাবে টিলা কাটছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান প্রসঙ্গে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, ‘অবৈধভাবে টিলা কাটার অভিযোগ এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জিরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সিলেট সংবাদ/আবির