শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেটের ঝড়ে আফগানদের ৭৫ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে পাকিস্তান। ব্যাট হাতে ফখর জামান (২৭), সালমান আলী আঘা (২৪), মোহাম্মদ নওয়াজ (২৫) ও ফাহিম আশরাফের অপরাজিত ১৫ রানের ছোট্ট ঝড় দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। আফগানদের হয়ে রশিদ খান ৩৮ রানে নেন সর্বোচ্চ তিন উইকেট।
১৪২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে শুরু থেকেই ব্যর্থ আফগানরা। শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদের পরপর আঘাতে দ্রুত উইকেট হারায় তারা। এরপর বল হাতে নওয়াজের ভেল্কি। এক ওভারে টানা তিন বলে দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ও ইব্রাহিম জাদরানকে বিদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্পিনার। পরে করিম জানাত ও রশিদ খানকেও ফেরান তিনি।
পুরো ইনিংসে কোনো ব্যাটার দাঁড়াতে না পারায় মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান আসে অধিনায়ক রশিদ খানের ব্যাট থেকে।
চার ওভারে এক মেডেনসহ ১৯ রান খরচায় ৫ উইকেট নেন ম্যাচসেরা নওয়াজ। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম শিকার করেন দুইটি করে উইকেট।