1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:48 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সুপার ফোরের পথে শ্রীলঙ্কা, হেরেছে হংকং

  • প্রকাশিতঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
  • 41 বার সংবাদটি পড়া হয়েছে

এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয় দিকেই শক্তিশালী লড়াই দেখিয়েও হংকং শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। ব্যাট হাতে ১৪৯ রানের চ্যালেঞ্জ তৈরি করার পরও হংকং শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

অন্যদিকে তিন ম্যাচের সবকটিতে হেরে হংকং এশিয়া কাপে বিদায় নিশ্চিত করেছে।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটাররা শুরুটা স্বচ্ছন্দ করতে পারেননি। একমাত্র পাথুম নিশাঙ্ক সাবলিল খেলায় আউট ছিলেন না। হংকং বোলারদের চাপে অন্য ব্যাটাররা নিয়মিত উইকেট হারান। কুশল মেন্ডিস ১১ রান এবং কামিল মিশারা ১৯ রানে আউট হন।

পাথুম নিশাঙ্ক ৪৪ বলে ৬৮ রান করে রানআউট হন, এরপর হংকং বোলাররা ক্রমাগত উইকেট তুলে নেন। কুশল পেরেরা ইয়াসিম মুরতাজাকে আউট করেন, এহসান খান চারিথ আশালঙ্কাকে ফেরান, আর কামিন্দু মেন্ডিস ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হন।

শেষ পর্যায়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা মাঠে নেমে গুরুত্বপূর্ণ ২০ রান করে দলকে জয়ের কাছে পৌঁছে দেন। অপরাজিত থাকেন দাসুন শানাকা ৬ রান করে। শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে। হংকং অধিনায়ক ইয়াসিম মুরতাজা ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আয়ুস শুকলা, এহসান খান ও আইজাজ খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। নিজাকাত খান অপরাজিত থাকেন ৫২ রানে, আর অংশুমান রাঠ ৪৮ রান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews