৭৫ বছর বয়সে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল থেকেই ভারতের মানুষের থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। পিছিয়ে নেই বলিউডের তারকারাও। শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রনৌত থেকে শুরু করে অনিল কাপুর, আজয় দেবগন, সোনু সুদরাও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবার থেকে কিছুটা আলাদা ছিল শাহরুখ খানের শুভেচ্ছোবার্তা।
বর্তমানে তিনি ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এর মাঝেই ভিডিও বুধবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। হাত জোড় করে, অভিনেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যাত্রা, শৃঙ্খলা এবং এনার্জির প্রশংসা করেছেন।
শাহরুখ বলেন, ‘আজ, প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, আমি তাকে আমার শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী মঞ্চে আপনার যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’।
এরপর আরও বলেন, ‘এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি সমর্পণ দেখা যায়। ৭৫ বছর বয়সেও আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকুন।’
অভিনেতা কখন এই ভিডিওটি রেকর্ড করেছেন, আঘাতের আগে নাকি পুরোপুরি সুস্থ হওয়ার পর, তা এখনও নিশ্চিত নয়। তবে তার হাতে কোন স্লিন্গ ছিল না।
জুলাই মাসে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং শাহরুখ খান বন্ধ রেখেছিলেন। কাঁধে আঘাতের পরে তার একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল। এরপর সুস্থ হওয়ার জন্য বেশ অনেকটা সময় লেগে যায়। গত মাসে অভিনেতা জানিয়েছিলেন যে তিনি বর্তমানে তার কাঁধের জন্য ফিজিওথেরাপি করছেন এবং জনসাধারণের সামনে তাকে হাতে স্লিন্গ পরে দেখা গিয়েছিল।
শাহরুখের পাশাপাশি অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা মোদীকে ‘সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দেন। আমির খানও লিখেছেন, ‘আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, স্যার। ভারতের জন্য আপনার অবদান সব সময়ে মনে রাখবে মানুষ। এই শুভ দিনে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এই ভাবেই যেন আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’
অনিল কাপুর লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন। দীর্ঘায়ু হোন আপনি। দেশকে এই ভাবেই এগিয়ে নিয়ে চলুন আপনি। শুভ জন্মদিন, স্যর।’
অজয় দেবগনও মোদীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন এই দিন। বিজয় দেবরকোন্ডা লিখেছেন, ‘আপনাকে শুভেচ্ছা। আপনি শক্তির কেন্দ্র। আপনি নিজের লক্ষ্যে সব সময়ে স্থির থাকেন। দীর্ঘায়ু হোন এবং সুস্থ থাকুন আপনি। আপনাকে আলিঙ্গন ও শ্রদ্ধা।’