সিলেটে দুই বছরের শিশুকে যৌণ নির্যাতনের অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলায় ১২/১৩ বছরের এক বালক কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর আমরা অভিযুক্ত বালক কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্যাতিত শিশুটি যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গত সোমবার নির্যাতিত শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ডাক্তররা তার শারীরিক সমস্যাকে যৌণ নির্যাতনের ঘটনা হিসাবে চিহ্নিত করেছেন বলে শিশুটির মা গণমাধ্যমকে জানান।