1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 4:22 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সাত মাসের দাম্পত্য জীবনের অবসান সাওবান-আবিরের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
  • 13 বার সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের মডেল দম্পতি সাওবান উমাইস ও আবির আসাদ খানের দাম্পত্য জীবনের ইতি ঘটল মাত্র সাত মাসের মাথায়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‍সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সাওবান লিখেছেন, তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘তাকে আমি কেবল শুভকামনাই জানাই’।

দুজনই জনপ্রিয় ও পুরস্কারজয়ী মডেল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিবাহের মুহূর্তগুলো তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখা ছিল- আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ০১-০২-২০২৫।

সেই সময় তারকাদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছিল তাদের পোস্টের মন্তব্য ঘর। অভিনেত্রী আয়েজা খান লিখেছিলেন, আবির আর সাওবান! তোমাদের জন্য আমি ভীষণ খুশি। অভিনন্দন। সহকর্মী মডেল সাদাফ কানওয়াল লিখেছিলেন, মাশাআল্লাহ, মুবারক হোক।

তাদের বিয়ের ছবি ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলে। ছবিতে কনে আবিরকে দেখা গিয়েছিল সোনালি-গোলাপি রঙের এমব্রয়ডার্ড ফ্রক, ফিটেড ট্রাউজার, অলংকৃত দোপাট্টা ও একই রঙের খুসা পরিহিত অবস্থায়। গহনার মধ্যে ছিল কেবল একটি টিকা ও ফুলের বালা (গজরা)। মেকআপ ছাড়াই খোলা চুলে তিনি ছিলেন অনাড়ম্বর ও নান্দনিক।

বর সাওবান পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি, সঙ্গে মানানসই শাল ও খুসা।

তবে সাত মাসের মাথায়ই সেই আলোচিত দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews