ক্যারিয়ারের শুরু থেকেই প্রেমের সম্পর্কের কারণে একাধিকবার শিরোনামে এসেছেন শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা কাপুর।
ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠা, অভিনেতা আদিত্য রায় কাপুর কিংবা বয়সে বড় ফারহান আখতার, অনেকজনের সঙ্গেই জড়িয়েছে শ্রদ্ধার নাম। তবে সেসব এখন অতীত। নতুন প্রেমে মশগুল শ্রদ্ধা কাপুর।
চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন অভিনেত্রী। দুজনকে একসঙ্গে দেখাও গেছে বিভিন্ন সময়ে। তবে প্রকাশ্যে স্বীকার না করলেও শ্রদ্ধা যেন এবার নিজেই সে গুঞ্জনে দিলেন সিলমোহর!
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, একটি টেবিল সামনে রেখে বসে রয়েছেন শ্রদ্ধা।
যিনি ভিডিও করছিলেন, তাঁর উদ্দেশে মিষ্টি সুরে একটি ধমক দেন। আর ক্যাপশনে লেখেন, ‘এমন কাউকে খুঁজে নাও, যে তোমার এ রকম দুষ্টুমি সহ্য করবে।’
বিয়ের অনুষ্ঠান থেকে বিভিন্ন বলিউড পার্টি কিংবা অবকাশ যাপন, একসঙ্গে অনেকবার দেখা গেছে এই জুটিকে। তবে কখনো প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউই। ভক্তরাও অপেক্ষায় রয়েছে তাদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণার।