কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে এক প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতা থেকে সেই প্রযোজক শ্যামসুন্দর দে-কে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে প্রযোজক গ্রেপ্তারের খবর পাওয়ার পরেই একটি গণমাধ্যম যোগাযোগ করেছিল পূজার সঙ্গে। সেই সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, মাস তিনেক আগে বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলাম।
অবশেষে অভিযুক্ত গ্রেফতার হলো।
পূজা বলেন, মুম্বাই পুলিশ কলকাতায় এসেছিল। আইনি প্রক্রিয়া মেনে কলকাতা পুলিশের সহায়তায় তারা গ্রেফতার করে শ্যামসুন্দরকে।
মাস দুই আগে পূজার একটি ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসেছিলেন সবাই।
নাম না করে এ জনপ্রিয় অভিনেত্রী অভিযোগ করে বলেছিলেন— অনেক দিনের পুরোনো এক বন্ধু আমাদের সর্বস্বান্ত করেছেন। আর্থিকভাবে সব কেড়ে নিয়েছেন। আমরা ওকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম।
এর পরেই অভিযুক্ত প্রযোজকের স্ত্রী সামাজিক মাধ্যমে পাল্টা অভিযোগ করে বলেন, গোয়ায় নিয়ে গিয়ে পূজা তার স্বামীকে আর্থিক প্রতারণা করেছেন।
মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। শ্যামসুন্দর গোয়া প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন বলে তার স্ত্রী জানান। সেই সময় সব দায় তিনি চাপিয়ে দেন অভিনেত্রী আর তার স্বামীর ওপরে।
পূজা বলেন, আইনের ওপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে, তার পাশে ঈশ্বর থাকেন।
আশা করি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে।
অভিযুক্তের কী শাস্তি চান তিনি?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, তিনি কারও ক্ষতি হোক চান না, যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটি পূরণ হলেই তিনি খুশি।