1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:53 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মচারী নিহত

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
  • 30 বার সংবাদটি পড়া হয়েছে

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দেওরগাছ আমতলি এলাকায় দুই মোটর সাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক মামুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

(২১ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুল হক মামুন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় তিনি ঘটনা স্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অপর একটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আরও এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হক মামুনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews