বেলা ডেস্ক :
কানাডার টরন্টোর বাংলাদেশ সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ইউনাইটেড বড়লেখা স্পোর্টস সার্কেল (UBSCT)-এর জার্সি উন্মোচন ও শুভ উদ্বোধন অনুষ্ঠান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি জনাব জব্বার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—লায়েকুল হক চৌধুরী, মাহবুবুর রহমান, মুরসেদ আহমেদ মুক্তা, নজরুল ইসলাম, রুকনুজ্জামান মিল্টন, তাজউদ্দিন, সুমন আহমদ, এম আর আজিজ, তাজুল ইসলাম, ফুজেল আহমেদ, আরাফাত বকসি সুমন এবং ফয়জুল হক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন খালেদ আহমেদ ও সাব্বির আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন—নুমান আহমেদ, সাহেদ আহমেদ, মিজানুর রহমান, সাইফুর রহমান শিপার, আশরাফ উদ্দিন বাদন, লোকমান আহমদ,দোলন আহমেদ, নাবিল আহমেদ তাপাদার, বিশ্বজিৎ রনি, রাবু আহমদ, নাহিদ সিদ্দিকি সহ অনেকে।
শেষে কেক কেটে জার্সি উন্মোচন এবং নৈশভোজের মধ্য দিয়ে প্রাণবন্ত এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।