সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপে সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলংকা। অন্যদিকে পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হারলেই বিপদ, বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে আজই।
তাইতো আসরে টিকে থাকতে হলে প্রয়োজন জয়। দুই পরাজিত দলের লড়াই আজ দুবাইয়ে। আজ মমঙ্গলবার জয়ে ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।
ভারতের কাছে ৬ উইকেটে হেরে যাওয়া একাদশেই আস্থা রাখছেপাকিস্তান। অন্যদিকে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারার ম্যাচে খেলা কামিল মিশারা ও দুনিত ভেল্লালাগেকে আজ বেঞ্চ করেছে। বিপরীতে চামিকা করুণারত্নে ও মহীশ তিকশানাকে দলে নিয়েছে।
টি২০তে সর্বশেষ ৫ দেখায় শ্রীলঙ্কার কাছে হার মেনেছে পাকিস্তান। আজও হার সঙ্গী হয় কিনা সেটাই দেখার বিষয়। আজ যে দল জিতবে তারাই ফাইনালে যাওয়ার সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রাখবে।
পাকিস্তানের একাদশ- সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
শ্রীলংকার একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে ও মহীশ তিকশানা।