1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 4:26 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

চ্যাম্পিয়ন ভারত, শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের হার

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
  • 28 বার সংবাদটি পড়া হয়েছে

এশিয়া কাপে নিজের প্রথম বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু সিংহ। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। জয়ের নায়ক তিলক বর্মা। ৫৩ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।

টান টান উত্তেজনায় ১৪৬ রানকেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়েছিল পাকিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু এই শেষ ওভারেই হারিস রউফের বলে সব শেষ করে দিলেন তিলক বার্মা। পাকিস্তানি বোলারদের সামনে যিনি অটল পাহাড়ের মত দাঁড়িয়েছিলেন ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৪৬ (১৯.১ ওভার)

ভারত: ১৪৭/৫ (শেষ ওভারে জয়)

ফাইনালের এই জয়ের মাধ্যমে এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা নিজেদের দখলে রাখল ভারতীয় দল।

আউট শিবম
২২ বলে ৩৩ রান করে আউট হলেন শিবম দুবে। পঞ্চম উইকেট গেল ভারতের। ভারতের দরকার শেষ ৬ বলে ১০ রান।

তিলকের অর্ধশতরান
তিলক ৪১ বলে অর্ধশতরান করেন । তিনি যখন খেলতে নামেন তখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেখান থেকে দলকে টানছেন তিলক।

হ্যারিসের এক ওভারে ১৭ রান খেলা ঘুরিয়ে দিল
এক ওভারে ১৭ রান দিলেন হ্যারিস রউফ। তাঁকে নিশানা করলেন ভারতীয় ব্যাটারেরা। এক ওভারে ভারতের দিকে খেলা ঘুরে গেল । তিলক বর্মা ও শিবম দুবের জুটিতে ভারত জয়ের আশা দেখছে ।

আবরারের বল বড় শট মারতে গিয়ে আউট হলেন সঞ্জু। ভাল খেলছিলেন তিনি। ৭৭ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। সঞ্জুর ২৪ রান।

১০ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৫৮
তিলক বর্মা ২৪ ও সঞ্জু স্যামসন ১৬ রান করে খেলছেন। তখন ফাইনাল জিততে শেষ ৬০ বলে ৮৯ রান করতে হবে ভারতকে।

ক্যাচ ছাড়ল পাকিস্তান
আবরার আহমেদের বলে সঞ্জুর সহজ ক্যাচ ছাড়লেন হুসেন তলত। কিছুটা হৃৎযন্ত্রের কাঁপা ছেড়ে বাঁচলেন ভারতীয় সমর্থকেরা।

জুটি বাঁধার চেষ্টা করছেন তিলক, সঞ্জু টপ অর্ডারের তিন ব্যাটার আউট হওয়ার পর জুটি বাঁধার চেষ্টা করছেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। খেলছেন তাঁরা। মন্থর উইকেট বড় শটের থেকে দৌড়ে রানের দিকে বেশি নজর দিয়েছেন। দুই ব্যাটার জানেন, খেলা যত এগোবে তত পাকিস্তানের উপর চাপ বাড়বে । শেষ দিকে বড় শট মেরে খেলা জিততে পারবেন তাঁরা। সেই চেষ্টাই করছেন দুই ব্যাটার।

উইকেট ছুড়ে দিয়ে আসছে ভারত, আউট শুভমন
অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট পড়ছে ভারতের । পাওয়ার প্লে-র মধ্যে আউট শুভমন গিলও। একটা চার মারার পর আবার বড় শট খেলতে গিয়ে আউট ভারতের সহ-অধিনায়ক। ২০ রানে ভারতের ৩ উইকেট পড়ে গেল। নিজেদের উপরেই চাপ বাড়াচ্ছে ভারত।

এ যেন পাকিস্তানের রাস্তায় এগোচ্ছে ভারত
পাকিস্তানকে রানকে হালকা ভাবে নেওয়ার রাস্তায় এগোচ্ছে ভারত। অভিষেকের পর আউট সূর্যকুমার। খারাপ শট খেলে আউট হলেন তিনিও। এগিয়ে এসে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন সলমন। ১০ রানেই ২ উইকেট চলে গেল।

আউট অভিষেক
এটা হওয়ারই ছিল। প্রথম ওভার থেকেই চালিয়ে খেলছিলেন তিনি। রানের বোঝা বেশি নয়। তাড়াহুড়োর করার কোন দরকারও ছিল না। তবু চালিয়ে খেলতে গিয়ে উইকেট হারালো অভিষেক। ফাহিম আশরফের বলে ফিরলেন তিনি। সুনীল গাওস্করও বলছিলেন, অকারণে ঝুঁকি নিতে গিয়েই আউট হয়েছেন অভিষেক।

পাকিস্তান ২০ ওভারও ব্যাট করতে পারল না
১৯.১ ওভারে অল আউট হয়ে গেল পাকিস্তান। মাত্র ৩৩ রানে তাদের শেষ ৯ উইকেট পড়ল । এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪৭ রান।

উইকেটে ফিরলেন বুমরাহ
দ্বিতীয় স্পেলে উইকেটে ফিরলেন বুমরাহ। তাঁর ইয়র্কারে আউট রউফ। ১৪১ রানে নবম উইকেট পড়ল পাকিস্তানের। অল আউট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের

কুলদীপের এক ওভারে ৩ উইকেট এক ওভারেই ৩ উইকেট নিলেন কুলদীপ। সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে আউট করেছেন তিনি। শেষ ৭ উইকেট পড়েছে পাকিস্তানের মাত্র ২১ রানে ।

কুলদীপের বলে আউট সলমন
ভারতীয় স্পিনারদের দাপটে খেই হারিয়েছে পাক ব্যাটাররা। কুলদীপের বলে ৮ রান করে আউট অধিনায়ক সলমন। পাকিস্তান পাঁচ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে ।

ফাইনালে নাটক, ভারতের আবেদন খারিজ তৃতীয় আম্পায়ারের এশিয়া কাপের ফাইনালেও নাটক চলল। দু’রান নেওয়ার চেষ্টা করেন পাক অধিনায়ক সলমন আঘা। বাউন্ডারি থেকে ভারতীয় ফিল্ডারের থ্রো সলমনের গায়ে লাগে। ভারত আবেদন করে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর। কিন্তু তৃতীয় আম্পায়ার সেই দাবি খারিজ করে দেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম ভারতের এই আবেদনের সমালোচনা করেছেন।

পর পর উইকেট পড়ছে পাকিস্তানের পর পর চার ওভারে ৪ উইকেট পড়ল পাকিস্তানের। এ বার অক্ষরের বলে ১ রান করে আউট হুসেন তলত। ভারতকে খেলায় ফেরালেন স্পিনারেরা। ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। তাদের রান তোলার গতিও কমেছে।

বড় উইকেট নিলেন বরুণ, আউট ফখর হাত খোলা শুরু করেছিলেন ফখর জ়মান। তাঁকে ফেরালেন বরুণ। ৪৬ রান করে আউট পাক ব্যাটার। ১২৬ রানে ৪ উইকেট পড়ল পাকিস্তানের। পর পর তিন ওভারে ৩ উইকেট হারাল তারা। স্পিনারদের হাত ধরে খেলায় ফিরছে ভারত।

পর পর দু’উইকেট হারাল পাকিস্তান
পর পর দু’ওভারে উইকেট হারাল পাকিস্তান। স্পিনারদের হাত ধরে খেলায় ফিরছে ভারত। শূন্য রানে আউট হয়েছেন মহম্মদ হ্যারিস। ১১৪ রানে ৩ উইকেট পড়ল পাকিস্তানের।

আউট সাইম আয়ুব
আরও একটি ম্যাচে রান পেলেন না সাইম আয়ুব। ১৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন তিনি। পাকিস্তানের রানের গতি কমাতে হলে উইকেট তুলতে হবে ভারতকে। সেই চেষ্টাই করছেন স্পিনারেরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও রিংকু সিং।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews