1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:52 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

নতুন অ্যালবাম নিয়ে টেলর সুইফটের রেকর্ড ভাঙার আভাস

  • প্রকাশিতঃ শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
  • 30 বার সংবাদটি পড়া হয়েছে

পপ তারকা টেলর সুইফট আবারও ফিরলেন নতুন অ্যালবাম নিয়ে। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত অ্যালবামে পরিণত হয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন, এটি চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে যাচ্ছে।

অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ ইতিমধ্যেই আলোচনায়। হলিউড রিপোর্টার জানিয়েছে, গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে আগামী ৫ অক্টোবর, মার্কিন সময় সন্ধ্যা ৭টায়। উল্লেখযোগ্য বিষয় হলো-এই ভিডিওর পরিচালনা ও চিত্রনাট্য দুটোই করেছেন টেলর সুইফট নিজে। অ্যালবামে একমাত্র অতিথি শিল্পী হিসেবে আছেন তরুণ পপ তারকা সাব্রিনা কার্পেন্টার।

‘দ্য লাইফ অব আ শোগার্ল’ এসেছে টেলর সুইফটের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে। চলতি বছরের মে মাসে তিনি তাঁর প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার্স কেনার মাধ্যমে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটান। ২০১৯ সালে সঙ্গীত ব্যবসায়ী স্কুটার ব্রন তাঁর পুরোনো রেকর্ড লেবেল বিগ মেশিন রেকর্ডস কিনে নিলে সেই ক্যাটালগ নিয়ে শিল্পী-প্রযোজক দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে সুইফট নিজেই সেগুলোর স্বত্ব ফিরিয়ে নেন। এছাড়া অগাস্টে নতুন অ্যালবামের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদানের খবর দেন তিনি। দুই বছর ধরে আলোচিত এই জুটির বাগদান ভক্তদের জন্য বড় চমক হয়ে আসে।

অ্যালবামটি সুইফট রেকর্ড করেছেন ইউরোপে তাঁর এরাস ট্যুর-এর ফাঁকে। এবার তিনি আবারও কাজ করেছেন সুইডিশ হিটমেকার ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে, যাঁরা এর আগে তাঁর একাধিক বিশ্বজুড়ে হিট গান-শেক ইট অফ, ব্ল্যাঙ্ক স্পেস ও ২২ তৈরি করেছিলেন। এই পুনর্মিলনকে অনেকে সুইফটের মূলধারার পপ সাউন্ডে প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।

তবে এবারের অ্যালবামে নেই দীর্ঘদিনের সহযোগী প্রযোজক জ্যাক অ্যান্টোনফ। শুধু মার্টিন ও শেলব্যাককে নিয়ে কাজ করাই ছিল নতুন পরীক্ষামূলক পদক্ষেপ। সুইফট বলেন, ‘আমরা আগে কখনো শুধু তিনজন মিলে অ্যালবাম করিনি। এবার সেটা যেন বোতলে বিদ্যুৎ বন্দি করার মতো এক অভিজ্ঞতা। আমি চাইছিলাম, এই অ্যালবাম নিয়ে যেন আমি ততটাই গর্বিত হতে পারি, যতটা এরাস ট্যুর নিয়ে ‘ কেলসি পডকাস্টে অ্যালবামটিকে বর্ণনা করেছেন আরও প্রাণবন্ত, উচ্ছল ও মজাদার হিসেবে।

অ্যালবাম মুক্তির পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ অ্যালবাম রিলিজ পার্টি। সেখানে প্রথমবারের মতো বড় পর্দায় প্রদর্শিত হবে দ্য ফেইট অব ওফেলিয়া মিউজিক ভিডিও এবং অ্যালবাম তৈরির পেছনের দৃশ্য। এ আয়োজন চলবে পুরো সপ্তাহান্তে।

টেলর সুইফটের আগের অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট ২০২৪ সালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম ছিল। যা প্রথম সপ্তাহেই ২০ লাখ কপি বিক্রি হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন অ্যালবামও একই ধরনের সাফল্য পাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত টার্গেট স্টোর মধ্যরাত থেকেই বিশেষ সংস্করণ বিক্রি শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews