সম্প্র্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৩৭ নং সিন্ডিকেট সভায় একজনকে আজীবন ও ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার আদেশ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ একে অন্যায় ও হাস্যকর বলছেন, আবার কেউ মনে করছেন র্যাগিং সংস্কৃতি বন্ধে এটি সময়োপযোগী পদক্ষেপ।
এসব সমালোচনার জবাবে ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, ‘তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন গুরুতর ইস্যুতে ইতোমধ্যে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে সংক্ষুদ্ধ শিক্ষার্থী বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপীল আবেদন করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে নিষ্পত্তি করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’