সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল সাচনা বাজারস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তিনি ছাত্র-জনতার আন্দোলনের পর দায়েরকৃত মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ইকবাল আল আজাদ জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে।
বাবার মৃত্যুর পর ২০২০ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ইকবাল জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি গণ-অভ্যু্ত্থানে পলাতক শেখ হাসিনার জন্মদিনও পালন করেছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।