জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক প্রতীক হিসেবে ‘শাপলা’ রাখার দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে। জাতীয় প্রতীকে থাকা শাপলার সঙ্গে সামঞ্জস্য রেখে নয়, বরং নিজস্ব নকশায় তৈরি ৭টি ভিন্ন ভার্সনের শাপলার নমুনা নির্বাচন কমিশনের (ইসি) কাছে উপস্থাপন করেছে দলটি।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ইসিতে জমা দেওয়া ওই সাতটি নমুনা প্রকাশ করা হয়।
ইসির প্রস্তাব ও এনসিপির প্রতিক্রিয়া
এর আগে গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক চিঠিতে শাপলা প্রতীক বাদ দিয়ে ৫০টি বিকল্প প্রতীকের তালিকা থেকে একটি বেছে নিতে বলে এনসিপিকে।
এর জবাবে মঙ্গলবার (৭ অক্টোবর) ইমেইলের মাধ্যমে ইসিকে চিঠি পাঠায় এনসিপি।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ জানায়। পরে ৩ আগস্ট কমিশনের কাছে পাঠানো আরেকটি চিঠিতে এনসিপি তাদের প্রতীক পছন্দের ক্রম উল্লেখ করে—
১. শাপলা
২. সাদা শাপলা
৩. লাল শাপলা
চিঠিতে আরও বলা হয়, শাপলাকে প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে প্রয়োজনে আংশিক পরিবর্তিত বা বিকল্প ভার্সনে শাপলা গ্রহণের বিষয়েও দলটি আলোচনায় প্রস্তুত রয়েছে।
সাতটি নমুনা ও নতুন প্রস্তাব
ইসির সঙ্গে পরবর্তী বৈঠকগুলোতে এনসিপি জাতীয় প্রতীকের শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন ডিজাইনে আঁকা সাতটি শাপলার নমুনা উপস্থাপন করে। চিঠিতে বলা হয়,
“এ পত্রে উপস্থাপিত সাতটি নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্ন নকশা নিয়েও আলোচনায় বসতে এনসিপি প্রস্তুত।”
এর পর ২৪ সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীককে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করার আবেদন জানায়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,
“৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের আবেদনের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ ওই আবেদনগুলো নিষ্পত্তির আগেই ৩০ সেপ্টেম্বর কমিশন আমাদের বিকল্প প্রতীকের তালিকা পাঠিয়েছে, যা বিধিসম্মত নয়।”
‘শাপলার সঙ্গে জনগণের সম্পর্ক গভীর’ এনসিপি
এনসিপি দাবি করেছে, দেশের গণমানুষের সঙ্গে শাপলা প্রতীকের গভীর আবেগময় সম্পর্ক তৈরি হয়েছে। দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা শাপলাকে তাদের ঐক্যের প্রতীক হিসেবে দেখেন।
“দেশের মানুষের ভালোবাসা ও আবেগের প্রতীক শাপলাকে বাদ দিয়ে অন্য কোনো প্রতীক গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়,” উল্লেখ করেছে এনসিপি।
দলটির মতে, শাপলা ছাড়া এনসিপি তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে পারবে না, তাই নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিকল্প প্রতীকগুলোর তালিকা থেকে কোনোটি বেছে নেওয়া তাদের জন্য অসম্ভব।