ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা ছিল। তবে বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, মারুফা খেলতে প্রস্তুত।
মারুফার খেলা প্রসঙ্গে বলা হয়েছে, ‘সে খেলতে পারবে। বোলিং করতে তার কোন অসুবিধা হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষেও শেষ দিকে সে বোলিং করতে পারত, কিন্তু টিম ম্যানেজমেন্ট কোন ঝুঁকি নেয়নি।’
বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা মারুফা আক্তার। তার সুইংয়ে মজেছে নারী ওয়ানডে বিশ্বকাপ। নতুন বলে সুইংয়ে মারুফা প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধাক্কা দিচ্ছেন। স্পিনারদের জন্য ম্যাচ বের করার সুযোগ তৈরি করছেন।
পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন মারুফা। ইংল্যান্ড শিবিরেও প্রথম ওভারে ধাক্কা দিয়েছিলেন। পরে আরও এক উইকেট পেতে পারতেন। কিন্তু আম্পায়ারিংয়ের ভুলে আউট দেওয়া হয়নি। তা না হলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এছাড়া ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওভারের বেশি বোলিং করতে পারেননি মারুফা। তিনি থাকলে বদলে যেতে পারত ম্যাচের ফল। শেষ পর্যন্ত ৪ উইকেটে পরাজিত হওয়া ম্যাচটা আরও রোমাঞ্চকর হতে পারত। গৌহাটিতে ব্ল্যাক ক্যাপস মেয়েদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে।